Print

SomoyKontho.com

২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৩

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৫ , ২:৫৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আবহাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এতে বলা হয়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে।

এর আগে, গতকাল সকালে ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com