নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও আশুলিয়ার বাইপাইলে মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে কম্পন রেকর্ড করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, গতকালের ভূমিকম্পের কম্পন যতটা অনুভব করেছিলেন, সেটা আজকে তেমন কেউ টের পাননি। গণমাধ্যম থেকে আবহাওয়া অধিদফতরের মাধ্যমে খবরটি জানতে পেরেছেন। এরইমধ্যে খবর পেয়ে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মীয়-স্বজনদের কাছে খোঁজখবর নিতে দেখা যায়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পে গাজীপুরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিমেক লিমিটেড পোশাক কারখানা ও টঙ্গীর ফ্যাশন পালস লিমিটেডসহ কয়েকটি কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, ভূমিকম্পের সময় বহুতল ভবনের ওই কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার অ্যালার্ম বাজালে কর্মরত শ্রমিকরা ফ্লোর থেকে নামার সময় পদদলিত হয়ে এবং ভয়ে অনেক শ্রমিক আহত হন।
তখন আহত শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com