Print

SomoyKontho.com

ঢাকা ও থিম্পুর মধ্যে দুই সমঝোতা স্মারক সই

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৫ , ৬:০১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্মারকগুলো সই হয়।

দুই সমঝোতা স্মারকের মধ্যে​প্রথমটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এবং অপরটি ভুটান এবং বাংলাদেশ সরকারের মধ্যে। এতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান সই করেন।

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান। পরে ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরপর বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রধান করা হয়। পরে বিমানবন্দর থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। এ সময় বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিসৌধ চত্বরে একটি গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তোবগে। সাভার থেকে ফিরে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com