আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) চালানো এ সিরিজ হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি। বোমার আঘাতে আহত হয়েছে আরও অন্তত ৮৭ জন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দফায় দফায় চালানো এসব বিমান হামলার শিকার হয়েছে গাড়ি থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন। উত্তরে গাজা সিটি, দেইর আল বালাহ, নুসেইরাত শরণার্থী শিবির টার্গেট করেও হামলা চালিয়েছে আইডিএফ।
এরমধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com