Print

SomoyKontho.com

বড় জয়ে ঘরে ফেরা উদযাপন বার্সেলোনার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২৫ , ৯:১৩ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৩, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। দুবছরের বেশি সময় পর ঘরের মাঠে ফিরেছে বার্সেলোনা। ফিরেই তুলে নিয়েছে বড় জয়।

শনিবার (২২ নভেমর) রাতে ন্যু ক্যাম্পে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ৪ গোলে উড়িয়ে আধিপত্য বজায় রেখেছে বার্সা। স্প্যানিয়ার্ড তারকা ফেররান তরেস করেছেন জোড়া গোল।

ক্যাম্প ন্যুতে প্রথমার্ধের শুরুতে বার্সাকে লিড এনে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের চতুর্থ মিনিটে বিলবাওয়ের জালে মৌসুমের সপ্তম লিগ গোলটি করেন তিনি।

প্রথমার্ধের ৩২ মিনিটে বিলবাওয়ের গোলবার লক্ষ্য করে নেয়া শটে ব্যর্থ হলেও যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পায় কাতালুনিয়ান ক্লাবটি। ম্যাচের ৪৮ মিনিটে বিলবাওয়ের জালে দলের তৃতীয় গোলটি জড়ান ফেরমিন লোপেজ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com