Print

SomoyKontho.com

গাজায় ১০০ মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাহমুদ আব্বাসের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৫ , ১০:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাজার মানবিক সংকট মোকাবেলায় সহায়তার ঘোষণায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি চীনের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্রদানের ঘোষণা জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সহায়তা গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট কমাতে এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে ব্যবহৃত হবে। প্রেসিডেন্ট আব্বাস চীনের নীতিগত ও অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি চীনা নেতৃত্বের মানবিক ও নৈতিক সংহতির প্রশংসা করেছেন।

তিনি উল্লেখ করেছেন যে, চীনের সহায়তা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা, তাদের ভূমিতে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দখলদারিত্বের আগ্রাসন ও শত্রুতাপূর্ণ নীতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com