ঢাকার বাইরে নিভৃত লোকেশনে চলছে সিনেমা ‘মালিক’-এর শুটিং। অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। শুটিং ইউনিট সূত্রের মতে, পরিকল্পিত আগুনের দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত শিখা লাগার কথা ছিল। তবে ক্যামেরা ঘুরতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে শুভর পায়ে আগুন লেগে যায়।
প্রাথমিকভাবে নিজেই আগুন নিভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু তীব্র তাপের কারণে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। যদিও আগুন নিভে যায়, তবে শুভর পায়ে দগ্ধ চিহ্ন পড়ে। এরপর পরিচালক শুট বন্ধ করার সিদ্ধান্ত নিলেও, শুভ পিছু হটেননি এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে শুটিং শেষ করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com