মৃুহাম্মাদ আবু মুসারা : জশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনে চার দিনব্যাপী বিশেষ ঋণ আদায় ক্যাম্পে ব্যাপক সাড়া মিলেছে। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর/২৫ পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে মোট ২০ কোটি টাকার অধিক ঋণ আদায় হয়েছে। এর মধ্যে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
৪ দিনব্যাপী ঋণ আদায় এই মহাক্যাম্পের উদ্বোধন করেন রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) রুহুল আমিন রুবেল। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাপি ঋণ কমানো ও গ্রাহকদের ব্যাংকিং সেবা আরো সহজ করতে এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে। একইসঙ্গে গ্রাহকদের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে ব্যাংকিং কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নওগাঁ জেলার মোট ৩০টি শাখায় একযোগে অনুষ্ঠিত এই ক্যাম্পে ঋণ গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্প চলাকালে অনেক গ্রাহক তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন এবং নতুন করে ঋণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশু পালনসহ বিভিন্ন খাতের গ্রাহকরা ব্যাংকের সেবা পেয়ে সন্তুষ্টি হওয়ার কথা প্রকাশ করেন।
নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক শাহীন আলমসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা জানান, ঋণ পরিশোধে প্রণোদনা, সহজ প্রক্রিয়া এবং কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে গ্রাহকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ফলে কম সময়ে বেশি ঋণ আদায় করা সম্ভব হয়েছে। অনেক গ্রাহক জানান, ব্যাংকের কর্মকর্তারা তাদের নানা দিকনির্দেশনা ও সহযোগিতা করায় তারা সহজেই ঋণ পরিশোধ করতে পেরেছেন।
রাকাব কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের ক্যাম্প ভবিষ্যতে খেলাপি ঋণ আরো কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। নওগাঁ জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) রুহুল আমিন রুবেল তার দক্ষ পরিচালনায় এবং তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার ও সঠিক পরামর্শের মাধ্যমে এই সাফল্য অর্জন হয়েছে এবং হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। তিনি (ডিজিএম রুহুল আমিন) বগুড়া গাবতলীর কৃতি সন্তান।
উল্লেখ্য চলতি বছরে কর্ম দক্ষতায় নওগাঁ’র জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন রুবেল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগমসহ অন্যান্য অতিথি তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
তিনি ২০০৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সিনিয়র অফিসার পদে চাকুরীতে যোগদান করলে ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ঠকে প্রাধান্য দিয়ে এবং কর্ম দক্ষতায় কয়েকটি পদন্নোতি পান। তার ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ব্যাংক কর্তৃপক্ষও মুল্যায়ন করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com