বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনও শঙ্কা নেই। রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলাতে হবে। বিএনপি আর কোনো সংঘর্ষমুখী পরিবেশ চায় না। বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেই সবাইকে যেতে হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com