Print

SomoyKontho.com

দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৫ , ১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ইইউ দ্রুত আসন্ন নির্বাচনী প্রক্রিয়া দেখতে আগ্রহী। পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কীভাবে একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা যায় সেটি আলোচনার মূল বিষয়বস্তু ছিল। তাছাড়া, ব্যবসা-বাণিজ্যেসহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়েও কথাবার্তা হয়েছে। এ সময় বিএনপি ক্ষমতায় এলে ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনও শঙ্কা নেই। রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলাতে হবে। বিএনপি আর কোনো সংঘর্ষমুখী পরিবেশ চায় না। বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেই সবাইকে যেতে হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com