Print

SomoyKontho.com

কোথায় যেন হারিয়ে গেছে সংস্কারের উদ্দীপনা: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৫ , ২:০৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সংস্কারের উদ্দীপনা কোথায় যেন হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এর জন্য কেউ কেউ আমলাদের দায়ী করেন, কেউ আবার দোষ দিচ্ছেন রাজনীতিবিদদের।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদরাও ঝুঁকির মুখে পড়েছেন। গত সরকারের, সংস্কারবিরোধী শক্তিকে প্রতিরোধের চেষ্টা হয়েছে, এখনও চলছে।

তার অভিযোগ, তথ্য-উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতা রক্ষা করা হচ্ছে না। সরকারের সার্বিক কার্যক্রমের সমন্বয় নেই, ন্যূনতম রাজনৈতিক দর্শনের তীব্র অভাব রয়েছে। অংশীজনদের সবাইকে সাথে নেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com