Print

SomoyKontho.com

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের হুঁশিয়ারি বিটিএমএ’র

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬ , ৩:০৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিটিএমএ’র নেতারা।

সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, প্রতিবেশী দেশগুলো তাদের রফতানিকারকদের প্রতি কেজিতে প্রায় ৫০ সেন্ট ভর্তুকি দিচ্ছে, যার ফলে তারা অনেক কম দামে সুতা বাজারে ছাড়ছে। অন্যদিকে, কোনো রকম ডিউটি ছাড়াই বন্ড সুবিধার আওতায় অবাধে সুতা আমদানির সুযোগ থাকায় দেশীয় মিলগুলোতে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকার সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যেই ৬০টি মিল বন্ধ হয়ে গেছে এবং বাকিগুলো মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com