Print

SomoyKontho.com

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬ , ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে এখনও অনড় বাংলাদেশ। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে আইসিসি, এমন আশা করছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে এই ইস্যুতে বৈঠক হয়, এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বৈঠকের পরই ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে ওঠে এসেছে, ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, তা নিশ্চিত; অর্থাৎ এ নিয়ে আগেই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছিল তার পরিবর্তন আসছে না।

জানা গেছে, ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকার কেন রাজি নয় এবং সেখানে খেলতে গেলে কী ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এ নিয়ে বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়।

যদিও আলোচনার বিষয়ে মুখ খুলেননি আসিফ নজরুল। কেবল তিনি বলেছেন, তাদেরকে আমরা যা বুঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।

আর ক্রিকেটাররা কী বলেছে তা নিয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বৈঠকের পর আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ভারত অলিম্পিক, কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়। সেখানে এমন একটা ক্রিকেট লাভিং দেশ যদি বিশ্বকাপ না খেলে, সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com