Print

SomoyKontho.com

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার প্রার্থিতা ফিরে পেলেন হাইকোর্টে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৬ , ১:১০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপি হওয়ায় গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে তার প্রার্থিতা বাতিল হয়। তার আগে, ২ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল করে ইসির দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির এই প্রার্থী হাইকোর্টে রিট করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com