ডেস্ক : সন্ত্রাসী হামলায় মেক্সিকোর ৬ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার কর্মকর্তা। স্থানীয় সময় রোববার (২৬ জুন) মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে পুলিশ কর্মকর্তাদের ওপর চালানো অ্যামবুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
সোমবার বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলশের ওপর অতর্কিত এই হামলা চালায়।
নুয়েভো লিওন প্রদেশের পুলিশ সূত্রে জানা যায়, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি হাইওয়েতে রোববার ভোরের আগে হামলার ঘটনা ঘটে। হামলার সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিলো।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলাস্থলের নিকটবর্তী শহর নুয়েভো লারেদোতে দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংয়ের আধিপত্য রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com