Print

SomoyKontho.com

মাইকোলাইভে রুশ হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২২ , ৫:১৯ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূ্র্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মাইকোলাইভে রুশ হামলায় ইউক্রেনীয় ৪০ সেনা নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ জুন) এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, গত রবিবার অঙ্গরাজ্যটির ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা। বিভিন্ন এলাকায় ধ্বংস করা হয়েছে ২৪টি সেনা কমান্ড পোস্ট।

একই দিন কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত দুজন শিশু নিহত হয়েছে এবং শরণার্থী হয়েছেন ৫০ জন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]