Print

SomoyKontho.com

৪ বছর পর টি-টোয়েন্টি দলে মিরাজ, ফিরলেন তাসকিনও

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২২ , ৪:১৭ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২২, ৪:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই দলেই কিছু পরিবর্তন এনেছে তারা। প্রায় চার বছর পর দলে ফিরলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়া দলে যায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদও।

সর্বশেষ ২০১৮ সালে টি-টোয়েন্টি খেলা মিরাজ নিয়মিত টেস্ট ও ওয়ানডে দলে খেলেছেন। সাদা পোশাকে দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। ওয়ানডেতেও এই অলরাউন্ডারের পারফরম্যান্স সন্তোষজনক। এছাড়া চোটের কারণে প্রথমে স্কোয়াডে ছিলেন না তাসকিন। পরবর্তীতে সুস্থ হয়ে উঠলে দলে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এই পেসারের।
ক্যারিবিয়দের বিপক্ষে প্রথমে ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী চৌধুরি, শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ইয়াসির ও শহিদুল ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। সাইফউদ্দিন ফিটনেস সমস্যায় বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

আগামী ২ জুলাই প্রথম ম্যাচ মাঠে গড়াবার মধ্যে দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

একনজরে বাংলাদেশের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]