Print

SomoyKontho.com

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২২ , ৩:১৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২২, ৩:১৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : ড. মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠান মানেই যেন আলোচনা-সমালোচনার ঝড়! গেল কয়েক বছর ধরেই প্রতি ঈদে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও গান শোনাতে আসছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এ চেয়ারম্যান। চ্যানেলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন তিনি।

ইতোমধ্যে গানের রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ হয়েছে। ড. মাহফুজুর রহমান মাঝে কিছুদিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে আপডেট দিতে পারেননি। তবে এখনও অনুষ্ঠানের নাম চূড়ান্ত হয়নি। ড. মাহফুজুর রহমান সবগুলো গানের ভিডিও দেখে নাম চূড়ান্ত করবেন।

জানা গেছে, এবারও মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]