Print

SomoyKontho.com

প্ল্যাকার্ড হাতে রাস্তায় শামীমা তুষ্টি

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০১৬ , ৬:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০১৬, ৬:৩১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। আজ সকালে রাজধানীর শাহবাহ এলাকায় দেখা গেলে তাকে। তবে কোন রাজনৈতিক দলের মিছিলে নয়, সামাজিক সচেতনতায়। ধূমপানের বিরুদ্ধে সচেতনতা তৈরীতেই রাস্তায় নেমেছেন তিনি। প্লাকার্ডে লেখা আছে, ‘আমি ধূমপান মুক্ত, আপনিও কি?’ যাবতীয় মাদকের বিরুদ্ধে ঢাকা আহছানিয়া মিশনের ডাকা মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়েছেন তিনি।

তুষ্টি জানালেন, ‘আমি নিজে সব সময় মাদকের বিরুদ্ধে অবস্থান করেছি। দেশের তরুণদের মাদক থেকে দূরে থাকার জন্য আহ্বান করছি।’

পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় শামীমা তুষ্টি। ‘ইয়াং অ্যাক্টিভ’ নামে তার একটি রাজনৈতিক দলও আছে। এটি দেশের আর দশটি রাজনৈতিক দলের মতো নয়। গতানুগতিক ধারার বাইরে সমাজিক সচেতনতায় কাজ করছে দলটি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]