Print

SomoyKontho.com

সিটিতে বাসের ভাড়া বাড়তে পারে ১৩%, দূরপাল্লায় ১৬%

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২২ , ৪:১৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২২, ৪:১৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হতে পারে। এক্ষেত্রে রাজধানীসহ দেশের সিটি এলাকায় বাস ভাড়া ১৩ দশমিক ১৬ ভাগ বাড়িয়ে প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪৩ টাকা নির্ধারণ করা হতে পারে। তবে দূরপাল্লায় বাড়তে পারে ১৬ দশমিক ২২ ভাগ। এরফলে দূরপাল্লায় কিলোমিটার ভাড়া দাঁড়াবে প্রতি ২ দশমিক ০৯২ টাকা। আর লঞ্চের ভাড়া ১৯ দশমিক ১৮ ভাগ বাড়িয়ে কিলোমিটার প্রতি ২ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বিকালে বৈঠকে বসবে পরিবহন মালিকরা। এর আগেই জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক প্রতিবেদনে সম্ভাব্য এই ভাড়ার ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। জ্বালানি সাংবাদিকদের সংগঠনের ফেসবুক গ্রুপে এই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে। সেখানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি এই মূল্য বৃদ্ধি পরিবহন ভাড়ার উপর কী প্রভাব ফেলতে পারে তা-ও তুলে ধরা হয়েছে। যদিও বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা আসবে বিআরটিএর কাছ থেকেই, আর একইভাবে লঞ্চ ভাড়া নির্ধারণ করে বিআইডব্লিটিএ।

জানা গেছে, জ্বালানি তেলের দাম নির্ধারণের আগেই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছিল জ্বালানি বিভাগ। ওই বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের মূল্য সমন্বয়ের পর পরিবহন মালিকদের কোনোধরনের অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। আর পরিবহন মালিকরা শুধু জ্বালানি নয়, অন্য খরচগুলো সমন্বয় করে ভাড়া নির্ধারণেরও দাবি জানিয়েছেন।

সিটি সার্ভিসে ভাড়া

সিটি এলাকার বাসের আসন সংখ্যা ৫২ ধরা হয়েছে। তবে এক্ষেত্রে যাত্রী পূর্ণতা ৯৫ ভাগ হিসেবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরা হয়েছে। বর্তমান প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ দশমিক ১৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি পেতে পারে ১৩ দশমিক ৬০ টাকা। সে হিসাবে প্রতি কিলোমিটারে এ ভাড়া বৃদ্ধি পাবে ০ দশমিক ২৮৩ টাকা। এর ফলে প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা (২ দশমিক ১৫+০ দশমিক ২৮৩)। অর্থাৎ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার হবে ১৩ দশমিক ১৬ ভাগ।
দূরপাল্লার পরিবহন ভাড়া

দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করার জন্য ৭০ ভাগ যাত্রী পূর্ণতার হিসাব ধরে ৩৫ দশমিক ০৭ জন নির্ধারণ করা হয়েছে। ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে কিলোমিটার প্রতি খরচ বেড়েছে ১০ দশমিক ৪৬ টাকা। সেই হিসাবে কিলোমিটার প্রতি ভাড়া ০.৯২২ টাকা ভাড়া বাড়ার কথা। এতে যাত্রীপ্রতি প্রতি কিলো মিটারে এ বাস ভাড়া হবে ২ দশমিক ০৯২ টাকা (১.৮০+০.২৯২)। অর্থাৎ ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার ১৬ দশমিক ২২ ভাগ।

লঞ্চ ভাড়া

যাত্রীবাহী লঞ্চের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১৯ টাকা। ডিজেলের বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি ৪২ শতাংশ। বর্তমানে যাত্রী ভাড়ার পরিপ্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে ২ দশমিক ১৯ টাকার ৪৫ শতাংশ হিসেবে ০ দশমিক ৯৯ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে লঞ্চে যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ ০ দশমিক ৪১৫৮ বা ৪২ পয়সা (০ দশমিক ৯৯- এর ৪২%) বৃদ্ধি পেতে পারে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চে ভাড়া বৃদ্ধির হার দাঁড়াবে ১৯ দশমিক ১৮ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]