Print

SomoyKontho.com

সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২২ , ৩:৪৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২, ৩:৪৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো (৯০) শনিবার (২৭ আগস্ট) ইতালিতে তার নিজ বাড়িতে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শোকলিপিতে শেখ হাসিনা গান্ধী ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যারা তাদের প্রিয়তম আপনজনকে হারিয়েছেন।

প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতির ভার বহনে তাদের সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমি বলতে পারি যে বাবা-মায়ের মৃত্যু আমাদের হৃদয়ে একটি স্থায়ী শূন্যতা রেখে যায়, যা অন্য কেউ পূরণ করতে পারে না।’

‘আমাদের পথে এই বিপর্যয় সত্ত্বেও জীবন চলমান থাকতে হবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমার দৃঢ়বিশ্বাস যে, মূল্যবোধ, স্নেহ, ভালোবাসা ও উত্তরাধিকার মাইনো শিখিয়েছেন এবং রেখে গেছেন তা আপনার এবং আপনার পরিবারের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস হবে এবং আগামী দিনে আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী প্রয়াত পাওলা মাইনোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন দলের নেতারা সোনিয়া গান্ধী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]