Print

SomoyKontho.com

চ্যাম্পিয়নদের বাস ঘিরে বিমানবন্দরে উচ্ছ্বাস

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২২ , ৩:২৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ৩:২৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দিনের শেষে প্রতিবেদক : সাফ ফুটবল জয়ী নারী দলকে সংবর্ধনা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে ছাদখোলা বাস। বিমানবন্দরে প্রবেশের সময় থেকে বাইরে এবং ভেতরে উচ্ছ্বাসে ফেটে পড়েন এখানে আসা অপেক্ষমাণ দর্শনার্থীরা। এ সময় ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়।

স্লোগান ছাড়াও বাংলাদেশের পতাকা উড়িয়েছেন অনেকেই। বিমানবন্দরে সংবর্ধনা দিতে এসেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া ফুল হাতে সংবর্ধনা দিতে এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী খেলোয়াড়রা। বিকেএসপির অ্যাথলেট মোসাম্মৎ আইরিন আখতার বলেন, বাংলাদেশের মেয়েরা সাফ জিতে দেশের সুনাম বাড়িয়েছে। তারা প্রমাণ করেছে নারীরা খেলাধুলায়

মিরপুর থেকে আসা ফরিদ জানান, বাংলাদেশের ছেলেরা যা পারেনি মেয়েরা করে দেখিয়েছে। তারা দেশের গর্ব, আমাদের গর্ব। তাদের জন্য এ দেশের সবকিছু হওয়া উচিত। প্রথমবারের মতো সাফজয়ী নারীদের বরণ করে নিতে ইতোমধ্যে সাজানো হয়েছে ছাদখোলা দোতলা বাস। আর এই বহরে থাকছে সুসজ্জিত আরও তিনটি পিকআপ। এর চারপাশে লাগানো হয়েছে ব্যানার। আয়োজকরা জানান, ভাড়া করা এসব পিকআপে বসানো হয়েছে সাউন্ড সিস্টেম। এছাড়া আছে ব্লাস্টার।

এছাড়া স্বাগত জানাতে পথের বিভিন্ন জায়গায় ঝুলছে ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা, অভিনন্দন চ্যাম্পিয়ন্স। পিকআপে গান বাজবে, জ্বলে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো বাংলাদেশ। সাবিনা খাতুনদের দল বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা এসে পৌঁছান। তাদের বরণ করে নিতে যৌথভাবে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যাবে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস। বিজয় সরণি, তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে এই শোভাযাত্রা কাকরাইলে আসবে। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছাবে বাফুফে ভবনে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]