Print

SomoyKontho.com

ইরানের ৮০ শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নিহত ৫০

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ৫:৪৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারের পর মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের ৮০টি শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বিক্ষোভ দমনে সীমিত করে দেওয়া হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা নামার পরই তেহরানের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কুশপুতুল এবং হিজাব পুড়িয়েও প্রতিবাদ করতে দেখা গেছে তাদের।

গত ১৫ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাশা আমিনির নামে এক তরুণীকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ করে পুলিশ। আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি প্রাণ হারান। পুলিশের দাবি, ওই তরুণী হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন। তবে পরিবারের দাবি, মাশা আমিনি পুরো সুস্থ ছিলো। তার হার্টের কোনো সমস্যা ছিল না।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]