Print

SomoyKontho.com

বাংলাদেশে সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৪ , ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময়কন্ঠ ডেস্ক:
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১১:১০ এএম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে জাতিসংঘ। সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ কথা বলেন।
মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব। মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন।

ফারহান হক আরো বলেন, সংসদ নির্বাচনের দিকে দেশটি (বাংলা‌দেশ) এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তি‌নি নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]