Print

SomoyKontho.com

মিসাইলে ব্যবহার হবে এমন পরমাণু অস্ত্র আছে উত্তর কোরিয়ার

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০১৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০১৬, ১০:১৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ব্যালেস্টিক মিসাইলে ফিট করার মতো পরমাণু অস্ত্র বানিয়ে ফেলছেন। প্রয়োজনে তা ব্যবহার হবে ফের হুঁশিয়ারি দেশের সর্বোচ্চ শাসক কিম জং উনের। উত্তর কোরিয়ার সরকারি প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগেই এই বিষয়ে প্রকাশ্যে দাবি জানানো হয়েছিল। কিমের ঘোষণা তার উপরই সিলমোহর দিল।
গত কয়েক বছরের মতো এবারও যৌথ সামরিক মহড়া শুরু করেছে অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়া। তারপর পরই বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন কিং জং উন।
হাইড্রোজেন বোমা ফাটিয়ে এই বছরের শুরুতেই বির্তকের সূত্রপাত করেছিল উত্তর কোরিয়া প্রশাসন। পাশাপাশি ব্যালেস্টিক রকেট পরীক্ষাও চালিয়েছে কদিন আগে। তাঁদের সামরিক তৎপরতার এই বাড়াবাড়ি দেখে গত সপ্তাহেই উত্তর কোরিয়ার উপর অর্থনেতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু তাতে যে উত্তর কোরিয়াকে প্রভাবিত করা যাবে না তা স্পষ্ট করে দিয়েছেন কিম। তাঁর দাবি, যত এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হবে ততই উত্তর কোরিয়া শক্তিশালী হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]