Print

SomoyKontho.com

সরাইল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০১৬ , ১০:১২ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০১৬, ১০:১২ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জেলার সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একটি বাড়িতে শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-এখলাস মিয়া (২০), জরিনা বেগম (৩০), তাসলিমা (০৭), আবদুর রহমান (০৯), ইয়ামিন (০৬), আবু কালাম (৩০), ইব্রাহিম মিয়া (১৭)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবু কালামের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ৭টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধূ এলপি গ্যাস দিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে তিন শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হন। পরে পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের সিলিন্ডারটি আগে থেকেই লিকেজ ছিল। শিউলি বেগম চুলায় আগুন ধরাতে গেলেই সেটি বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন লেগে যায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]