Print

SomoyKontho.com

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৪ , ২:১৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রকল্প পরিচালকসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্প থেকে ১৭ কোটি ৭ লাখ টাকা মূল্যের মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দুদকের উপ-পরিচালক মো. আহসানুল কবির পলাশ বাদী হয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]