Print

SomoyKontho.com

একটাও গালাগাল নেই, খুব অস্থির লাগছে: স্বস্তিকা মুখার্জি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৪ , ২:২৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বছরজুড়েই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কারণ বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনো স্পষ্ট বক্তব্য, কখনো সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা পোশাক পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

নিজের শর্তে বাঁচেন স্বস্তিকা। তাকে নিয়ে হাজারো সমালোচনা-বিতর্ক তৈরি হলেও বিন্দাস জীবনযাপন করেন এই অভিনেত্রী। সোশ্যল মিডিয়ায় সরব থাকার কারণে নিজের ভাবনার কথা এ মাধ্যমে শেয়ার করেন। আর সেখানে নেটিজেনদের আক্রমণের শিকার হন। হঠাৎ তাকে কেউ গালাগাল দেয়নি। আর তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এতকিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এতকিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]