Print

SomoyKontho.com

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৪ , ১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১:২৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গত তিন দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা কাছাকাছি পৌঁছে গেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে, নদী তীরবর্তী নিম্নাঞ্চলে তিস্তার পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে ওইসব এলাকার মানুষ বিপাকে রয়েছেন বলে জানা গেছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের কেল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. সুজন ইসলাম বলেন, ‌‘তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ফলে তিস্তার পানি বেড়ে গেছে। নদীর পানি আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বর্তমানে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। পানিতে চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। শুকনো খাবার খেয়ে কোনো রকমে দিন পার করছি আমরা।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]