Print

SomoyKontho.com

আর্থিক খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএফসি: অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৪ , ২:৫০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদব বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি ও ব্যাংকিং খাতের সংস্কারে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সহায়তার আশ্বাস দিয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক এবং আইএফসি’র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক ও আইএফসি’র  প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

আইএফসি’র বিনিয়োগ নিয়ে ড. সালেহউদ্দিন বলেন, তারা কীভাবে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। আগামী অক্টোবরে আমি যখন তাদের সভায় যাবো তখন এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে। তারা আমাদের সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত আছে সেগুলো আমাদের পালন করতে হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]