Print

SomoyKontho.com

গাজীপুরে পোশাক কারখানা ভাঙচুরের অভিযোগ, আটক ৮

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৪ , ৮:২১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগে আট জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদের কোনাবাড়ি থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।

পুলিশ জানায়, আজ দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা আমবাগে অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিংয়ের গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় ভাঙচুর চালানোর অভিযোগ ৮ জনকে আটক করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]