Print

SomoyKontho.com

আশুলিয়ায় সড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, যানজট

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ১০:৪১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক আটকে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে, গত দুই দিন ধরে একই দাবিতে বিক্ষোভ করছেন তারা।

জানা যায়, বার্ডস গ্রুপের চারটি কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়। এরপরই কারখানার প্রায় ২ হাজার বিক্ষুব্ধ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বাবু নামের এক শ্রমিক বলেন, ৩০ সেপ্টেম্বর আমাদের সমস্ত পাওনাদি পরিশোধ করার কথা ছিল। এর মধ্যে তিন মাসের সময় নিয়ে তারা নোটিশ টানিয়ে দেয়, তিন মাস পর পাওনাদি পরিশোধ করা হবে। আমাদের সঙ্গে আলোচনা না করে কীভাবে মালিকপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নেয়?

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]