Print

SomoyKontho.com

বছরে ৪০ লাখ ড্রোন তৈরি করতে পারে ইউক্রেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ৬:০৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ এখন বছরে ৪০ লাখ ড্রোন তৈরি করতে পারে এবং দ্রুত অন্যান্য অস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার কিয়েভের কয়েক ডজন বিদেশী অস্ত্র প্রস্তুতকারকের নির্বাহীদের সাথে আলোচনার সময় জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ইতিমধ্যে চলতি বছর ১৫ লাখ ড্রোন তৈরির জন্য চুক্তি করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনে ড্রোন উৎপাদন কার্যত অস্তিত্বহীন ছিল।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com