Print

SomoyKontho.com

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল: টুর্নামেন্ট সেরা মাঝহারুল ইসলাম

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৪ , ১২:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভেশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির জেষ্ঠ্য নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আরচ্যারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]