ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমা তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। চলতি বছরেই মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমা। এটি দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্ত-অনুরাগীরা।
‘পুষ্পা টু’ মুক্তির আগেই বড় বাজেটের একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আল্লু অর্জুন। নাম ঠিক না হওয়া এ সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস ও আল্লু অর্জুন।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, আল্লু অর্জুনের কাছে তার ভক্তরা ব্লকবাস্টার সিনেমা প্রত্যাশা করেন। তার নতুন সিনেমার বাজেট ৪০০-৫০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৭০-৭১৩ কোটি টাকার বেশি)।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘পরিচালক ত্রিবিক্রম কিছুদিন ধরে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিনেমাটির গল্প শোনার পরই আল্লু অর্জুন রাজি হয়ে যান। শুটিং শুরুর জন্য পুরো টিম এখন কঠোর পরিশ্রম করছেন।’
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com