Print

SomoyKontho.com

হাসপাতাল থেকে বেরিয়ে ‘উড়ন্ত চুমু’ দিলেন গোবিন্দ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৪ , ৫:০৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন এই নায়ক। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সুনীতা আহুজা ও কন্যা টিনা আহুজা।

হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হন গোবিন্দ। এসময় তার পরনে ছিল পাজামা-কুর্তা। হাসপাতাল থেকে বের হওয়ার আগে উপস্থিত মিডিয়ার সঙ্গে কথা বলেন গোবিন্দ।

হাত জোর করে এ নায়ক বলেন, ‘বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা হৃদয়ের অন্তস্থল থেকে আমার জন্য দোয়া করেছেন। আমি হৃদয় থেকেই তাদের ভালোবাসি।’ হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন গোবিন্দ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]