পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রেজিস্টিভ ম্যাগনেট বা প্রতিরোধী চুম্বকটি তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা, যার চৌম্বকক্ষেত্রের শক্তি ৪২ দশমিক ০২ টেসলা। পৃথিবীর চুম্বকক্ষেত্রের চেয়ে এটি আট লাখ গুণ বেশি শক্তিশালী।
২০১৭ সালে একই ধরনের রেজিস্টিভ ম্যাগনেট তৈরি করে এখন এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।
চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর অধীনে হ্যফেই ইনস্টিটিউট অব ফিজিক্যাল সায়েন্সের হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরি তৈরি করেছে এ চুম্বক। চীনের ভবিষ্যৎ আবিষ্কার ও গবেষণায় যা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন বস্তু নিয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় চরমমাত্রার পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় এমন শক্তিশালী বৈদ্যুতিক চুম্বক। কয়েক দশক ধরে, এ ধরনের চুম্বক ব্যবহার করে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা উল্লেখযোগ্য সব আবিষ্কার করেছেন। এমনকি ১০টিরও বেশি নোবেল পুরস্কারের নেপথ্যে ছিল এ ধরনের চুম্বক।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com