Print

SomoyKontho.com

উঁচু জায়গা ও রাস্তায় অবস্থান নিয়েছেন শেরপুরের বন্যাদুর্গতরা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৪ , ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বন্যাদুর্গতরা উঁচু জায়গা ও রাস্তায় অবস্থান নিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে পূর্বনির্ধারিত বিভিন্ন স্কুল ও কলেজকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা থাকলেও দুর্গত মানুষরা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে কোনো ধরনের মাইকিং, ঘোষণা বা প্রচারণা চালানো হয়নি। আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষিত অনেক এলাকার স্কুল, কলেজ ও মাদরাসা পানিতে তলিয়ে গেছে। যাদের থাকার জায়গা নেই, তাদের অনেকেই বাড়ি-ঘরের সম্পদ হারানোর ভয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন না। যাদের বাড়িতে থাকার মতো কোনো অবস্থা নেই, শুধু তারাই প্রধান সড়কে ও উঁচু জায়গায় অবস্থান নিয়েছেন। কিছু কিছু এলাকার মানুষ পার্শ্ববর্তী এলাকায় স্বজনদের বাড়িতে চলে গেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনেক আগে থেকেই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদরাসা অশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করাই আছে। দুর্যোগপূর্ণ সময় এই সমস্ত কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়ে থাকেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]