অন্যান্য দেশের ভ্রমণ-পিপাসুদের সঙ্গে পাল্লা দিয়ে মালদ্বীপে প্রতিদিনই বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশটির পর্যটন স্পষ্টগুলো।
ভিসা ছাড়াই বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পর্যটকেরা। তার মধ্যে মালদ্বীপ হলো একটি। প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা থাকায়, তুলনামূলক বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ করা খুব সহজ।
তবে অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে পাল্লা দিয়ে মালদ্বীপে বেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ২৯ শতাংশ।
বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি এই কথা বলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com