Print

SomoyKontho.com

ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৪ , ১২:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভারত থেকে ডিমের একটি বড় চালান দেশে এসেছে। শনিবার (৫ অক্টোবর) রাতে ডিম বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। সাড়ে ৭ টন ওজনের ডিম বোঝাই ট্রাকে ২ লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি করেছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন।

ভারতীয় রপ্তানিকারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি রাতে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। তখন আমদানিকারকের পক্ষে কোনো কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল না করায় চালানটি খালাস দেয়নি বন্দর কর্তৃপক্ষ।

আমদানিকারকের পক্ষে চালানটি খালাসের জন্য রাতুল এন্টারপ্রাইজ সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান আজ রোববার (৬ অক্টোবর) দুপুরের দিকে কাস্টমসে কাগজপত্র দাখিল করেছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]