Print

SomoyKontho.com

বিগ বস ১৮: সালমান আয় করবেন ৩৫৭ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৪ , ৫:১৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। রোববার (৬ অক্টোবর) আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান।

বেশ কিছু দিন ধরে এ শো নিয়ে চর্চা চলছে। আলোচনায় উঠে এসেছে সালমানের পারিশ্রমিকের বিষয়ও। শোনা যাচ্ছে, শোটি সঞ্চালনার জন্য প্রতি মাসে ৬০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান।

সালমান খানের পারিশ্রমিকের বিষয়ে জানতে শো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে হিন্দুস্তান টাইমস। প্রোডাকশন সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, “বিগ বস’ রিয়েলিটি শো সঞ্চালনার জন্য আগের সিজনের চেয়েও পারিশ্রমিক বৃদ্ধি করেছেন সালমান খান। প্রতি মাসে প্রায় ৬০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। আগের মৌসুমের মতো যদি এবারের সিজন ১৫ সপ্তাহ ধরে চলে, তবে এই সিজন থেকে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি টাকার বেশি) আয় করবেন সালমান খান।”

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]