Print

SomoyKontho.com

শুরুতেই সৌম্যকে হারালো বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০১৬ , ১০:২৫ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০১৬, ১০:২৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের এই খেলায় টসটা জিতেছে নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে ৪ ওভারে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩ রান। তামিম ইকবাল ৭ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান।

২ রান করে প্রথম ওভারেই আউট হতে পারতেন সৌম্য। ক্যাচ দিয়েছিলেন থার্ড ম্যানে। ফিল্ডারের হাত ফস্কে বাউন্ডারি হয়েছে। পরের ওভারে অবশ্য পরিস্কার হিটে চার মেরেছেন সৌম্য। তবে চতুর্থ ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য। করেছেন ১৫ রান।

মাশরাফি বিন মর্তুজার টিম কম্বিনেশনে চার পেসার নেই। এশিয়া কাপের ফাইনালে খেলেছিলেন আবু হায়দার রনি। তাকে এই ম্যাচের একাদশে রাখা হয়নি। আরাফাত সানিকে নেয়া হয়েছে। মাশরাফি, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদের পেস অ্যাটাক থাকছে। ব্যাটিং লাইন আপ অপরিবর্তিত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, আল-আমিন হোসেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]