Print

SomoyKontho.com

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৪ , ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর যাত্রাবাড়ীতে দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে দুটি মামলা দায়েরের আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এসব ঘটনায় কোনো মামলা বা জিডি আছে কি না, সে বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]