Print

SomoyKontho.com

পলক ২৪, দীপু মনি ১৪, ইনু-মেনন ৭, সালমান ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৪ , ১:৫৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাহমুদুল হাসান জয় নামে আরেকজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ীতে সাকিব হাসান নিহতের মামলায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলকের আরও ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানা এলাকায় মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জুনায়েদ আহহমেদ পলকের ৫ দিনের রিমান্ড দেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]