Print

SomoyKontho.com

বহুরূপী ঋতাভরী চক্রবর্তী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৪ , ৫:১৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ‌্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছোট পর্দার পর রুপালি জগতেও পা রেখেছেন তিনি। তার অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋতাভরী ও আবির চ্যাটার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত সিনেমাটি আগামীকাল মুক্তি পাবে।

এ সিনেমার প্রচারের কাজ নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন ঋতাভরী। কয়েক দিন আগে এ সিনেমার ট্রেইলার লঞ্চ হয়েছে। আর সে অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন— ‘আমি আমার স্বামীর জীবন কতটা জাহান্নাম করে দিই, সেটা দেখতে পাবেন।’ হঠাৎ এমন মন্তব্য কেন করলেন ঋতাভরী?

মূলত, ১ অক্টোবর ছিল ঋতাভরীর প্রেমিকের জন্মদিন। প্রিয় মানুষের বিশেষ দিনটি উদযাপন করতে মুম্বাই যাওয়ার পরিকল্পনা আগেই ঠিক করে রেখেছিলেন। কিন্তু বাধ সাধে ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠান। কারণ ১ অক্টোবরই ট্রেইলার লঞ্চের দিন ধার্য করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]