Print

SomoyKontho.com

চেলসিকে বিদায় করল সেই লুকাকু

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০১৬ , ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০১৬, ১১:২৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গত মৌসুমে চেলসিতে খানিকটা ফর্মহীনতায় ভুগছিলেন রোমেলু লুকাকু। তাই চেলসির তখনকার কোচ হোসে মরিনহো এভারটনের কাছে ধারে খেলতে পাঠালেন তাকে। তারপর থেকেই চেলসিকে পেয়ে জ্বলে উঠতে ভুল করেন না বেলজিয়ান এই স্ট্রাইকার।

শনিবার রাতেও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসিকে পেয়ে জোড়া গোল আদায় করে নিলেন সেই লুকাকু। এই গোল দুটিই সর্বনাশ করল হিডিঙ্কের দলের। টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো চেলসিকে।

গডিসন পার্কে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। কিন্তু গোল যেন সোনার হরিণ হয়ে দেখা দিয়েছিল ম্যাচটিতে। শেষ পর্যন্ত হরিণটি (গোল) ধরা দিল লুকাকুর কাছে। খেলার ৭৭ ও ৮২ মিনিটে চেলসির জাল কাঁপান বেলজিয়ামের তারকা এই ফুটবলার।

চেলসির হারের পাশাপাশি সঙ্গী হলো লজ্জাও। দ্বিতীয়বারের মতো ফাউল করলে খেলার ৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]