Print

SomoyKontho.com

পানি নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০১৬ , ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০১৬, ১১:২৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জেলায় তামাকের জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।

রোববার সকালে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বলিদাপাড়া গ্রামের রফিকুলের তামাকের জমিতে একই গ্রামের গফুরের জিকে ক্যানেলের পানি প্রবেশ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় গ্রুপ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় রফিকুল গ্রুপের রফিকুল (২৮), আয়নাল(২৮), রবিউল (৩৬) ও তার মা, রিপন (৩২), আ. গফুর গ্রুপের গফুর (৪৪), তার স্ত্রী, ও তার ছেলে নাজমুলসহ মোট ১০ জন আহত হন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]