Print

SomoyKontho.com

নেতাকর্মীরা তৎপর থাকলে ক্ষমতায় থাকতো: গয়েশ্বর

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০১৬ , ২:৪৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০১৬, ২:৪৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কাউন্সিলে পদ-পদবী পেতে যেভাবে নেতাকর্মীরা তৎপরতা হয়েছেন আন্দোলন-সংগ্রামে এর অর্ধেক তৎপরতা দেখাতে পারলে বিএনপি এখন ক্ষমতায় থাকতো। আজ দুপুরে ভাসানী মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির কাউন্সিল সামনে রেখে বিএনপির ঢাকা মহানগর কমিটি এ মতবিনিময়ের আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র বলেন, ১৯ মার্চ কাউন্সিলের দিন কোনো ষড়যন্ত্র হবে কি, হবে না তা আমরা জানি না। তবে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কিছু ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে। মহানগর নেতাদের সম্মেলনে প্রস্তাব করার ক্ষেত্রে নিজেদের ছবি ব্যবহার না করার আহ্বান জানান গয়েশ্বর।

তিনি বলেন, পুরা ছবি আপনার আর পাসপোর্ট সাইজে খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন, এমন হবে না। খুব বেশি হলে সৌজন্য দিয়ে নিজের নাম দেবেন। ছবি না। মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, মহানগরের উপদেষ্টা এম এ সালাম, ঢাকা মহানগর বিএনপির নেত্রী আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]