Print

SomoyKontho.com

বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের দিক নির্দেশনা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৪ , ৯:১০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অনেক আশা দেখিয়ে ২০১২ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছিল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু আর্থিক কাঠামো ও পেশাদারি মডেল না থাকায় শুরু থেকেই বিতর্ককে সঙ্গী করেছে বিপিএল। যার খেসারত প্রতিটা পদে পদে দিতে হয়েছে আয়োজকদের।

জোড়াতালির বিপিএল আয়োজন করে প্রতিবারই চ্যালেঞ্জ উতরে যায়। কিন্তু বিপিএলের মান বাড়ে না। বরং প্রতিবারই জৌলুস হারায়। পরিবর্তনের যে হাওয়া বইছে বিপিএলেও তা ছড়িয়ে দিতে তৎপর বিসিবি। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্যারিস অলিম্পিকের অন্যতম কুশিলব ছিলেন। বিখ্যাত তিন শূন্য মডেলের ভিত্তি কাজে লাগিয়ে তৈরি করা হয় প্যারিস অলিম্পিকের পরিকল্পনা। নিজেদের দেশে বিপিএলের মতো বড় আয়োজন হচ্ছে সেজন্য তার শরণাপন্ন হয়েছিল বিসিবি। ইতিবাচক দিক নির্দেশনা পেয়েছে দাবি করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিপিএলে এটা আমাদের এগারোতম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে স্ট্রাগলিং, এটা ফ্যাক্ট। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তোরোত্তর ভালো করতে পারি। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা মহাদোয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। উই হ্যাড সাম ওয়ান্ডারফুল আইডিয়াস। ওগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে। এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]