Print

SomoyKontho.com

শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৪ , ২:৪৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন মো. রেজওয়ান কবির (৪০) নামে এক ব্যক্তি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাগুরা সদর আমুলিয়া আদালতে বাদী হয়ে এই মামলা করেন তিনি। তাৎক্ষণিক বাদীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিচারক হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]