Print

SomoyKontho.com

উচ্ছ্বসিত শাকিব খান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৪ , ৮:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে মালিকানা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত থেকে নিজের মতো করে দল গুছিয়েছেন শাকিব। দল গোছানোর পর সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে নিজের দল নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া এই নায়ক।

জানিয়েছেন, লম্বা সময় ধরে ক্রিকেটে কাজ করার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে আত্মহারা শাকিব। তার ভাষ্য, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই আমাদের এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।’

ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন এভাবে, ‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]